নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল রাতেরবেলা মুর্শিদাবাদের সুতির দু’নম্বর ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েতের ১৪ টিরও বেশী গ্রামে মাত্র পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে ২৬ টিরও বেশী বাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বাড়ির টিনের ছাদ উড়ে গেছে তো কোথাও কোথাও বহু বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে। তেমনই খেতের ফসলেরও প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিনের ঝড়ে কার্যত আমুহা, বামুহা, ভাবকি, উমরপুর, একাটিয়া, হাজিপুর, ফরিদপুর, মহেশাইল, লোকাইপুর ও বাহাগলপুর এলাকা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। লোকাইপুরের মাডাং এলাকায় নিমেষের মধ্যে বহু বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে। সমস্ত ফসলের গাছ শিলার দাপটে মাটির সাথে মিশে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ১৩ হাজার ৭৯০ বিঘে জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৬৮৫ বিঘে জমিতে পেঁয়াজের ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে আনাজ ও ফসল মিলিয়ে প্রায় ৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল বলেন, “কয়েকটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশী চাষের ক্ষতি হয়েছে। এলাকায় ব্লক অফিস থেকে কর্মীরা পরিদর্শনে গেছেন। পঞ্চায়েতগুলিকেও রিপোর্ট পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here