ব্যুরো নিউজঃ ব্রিটেনঃ ইউরোপ জুড়ে বাড়ছে মহিলাদের শরীরে সূচ ফুটিয়ে দেওয়ার ঘটনা। ব্রিটেন, ফ্রান্সের পর স্পেনেও তা ক্রমশ উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পছন্দের মহিলার সাথে শারীরিক সম্পর্ক তৈরী করতে মানসিক ভাবে অসুস্থ মানুষেরাই এমনটা করছে।
কিন্তু সূচ হানা অব্যাহত থাকলেও এখনো অবধি যৌন হেনস্থার তেমন কোনো অভিযোগ সামনে আসেনি। তাই কারা কি উদ্দেশ্য নিয়ে এমন কাজ করছে তা নিয়ে আরো ধোঁয়াশা বেড়ে চলেছে। জুলাই মাসে প্রথম স্পেনের বিখ্যাত পাম্পপ্লোনা বুল রানিং ফেস্টিভ্যালে এমন সূচ হামলার কথা শোনা গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
গত কয়েক সপ্তাহ থেকে পুলিশ শুধু ক্যাটালোনিয়াতেই ২৩ টি সূচ হানার অভিযোগ পেয়েছে। বার্সেলোনাতেও এই ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ৩০ বছরের কম বয়সী মহিলারা সূচ হানার শিকার হচ্ছে। প্রত্যেকেই বন্ধুদের সাথে পার্টি করছিল। সেই সময় আচমকাই হাতে-পায়ে বা শরীরের অন্য কোথাও সূচ ফোটানোর মতো অনুভূতি হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর থেকেই তারা ঘুমিয়ে পড়ছে অথবা জ্ঞান হারাচ্ছে। এমন হামলা হয়েছে তা বুঝলেই পুলিশ দ্রুত হাসপাতালে যাওয়ার কথা বলেছে। যাতে দ্রুত পরীক্ষা করে দেখা যায় যে তাদের দেহে কোনো রাসায়নিক প্রয়োগ করা হয়েছে কিনা।