চয়ন রায়ঃ কলকাতাঃ আজ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়বাজার এলাকার দিগম্বর জৈন টেম্পল রোডের একটি ঠিকানায় হানা দিয়ে ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছেন। আর বৈধ নথিপত্র ছাড়া বিপুল অঙ্কের টাকা রাখার অভিযোগে সেখান থেকে বাবা-ছেলেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা দক্ষিণ চব্বিশ পরগণার কাশীপুরের চণ্ডীহাট এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী আনোয়ার হোসেন মোল্লা ও ছেলে মুস্তাকিন। প্রাথমিক জেরায় জানা গিয়েছে যে, আনোয়ারবাবু এবং মুস্তাকিন কটন স্ট্রিটে একটি সংস্থার দপ্তর থেকে নির্দিষ্ট নম্বরের একটি দশ টাকার নোটের অংশ দেখিয়ে ওই নগদ টাকা সংগ্রহ করেছিলেন।
তাই প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে, তারা নগদ লেনদেনের ক্যারিয়ারের কাজ করেন। ফলে আনোয়ারবাবু ও মুস্তাকিনের বিরুদ্ধে বেআইনী আর্থিক লেনদেন প্রতিরোধ আইন এবং ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে গ্রেফতার করার পাশাপাশি এদিন আদালতে পেশ করা হয়েছে।