পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত কচুয়া এলাকার বাসিন্দা নজিবর সর্দারের পরিত্যক্ত গোয়ালঘরে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই নজিবর এক জন আইএসএফের সমর্থক। এই বিস্ফোরণের সময় স্থানীয় মসজিদে কয়েক জন নামাজ পড়ছিলেন।
স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় নজিবরের বাড়িতে কেউ ছিলেন না। কিন্তু বিস্ফোরণের জেরে গোয়ালঘরের একাংশ ভেঙে গিয়েছে। এরপর কাশীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমগ্র বিষয়টি খতিয়ে দেখেন। এছাড়া এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই ঘটনায় নজিবর ও তার বাবা হাসান সর্দারকে আটক করে এই বোমা কারা কি উদ্দেশ্যে রেখেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল এবং আইএসএফের (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) মধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এই বিস্ফোরণের প্রসঙ্গে অভিযোগ তোলেন, ‘‘শুধুমাত্র ভাঙড় নয়। নওশাদ (ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা) রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছেন।
অন্যদিকে ফুরফুরায় পুলিশের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে নওশাদের গ্রেফতারীর দাবী করেন।’’ অন্য দিকে, স্থানীয় আইএসএফ নেতৃত্বের দাবী, ‘‘বিস্ফোরণের ঘটনায় দলের কোনো হাত নেই।’’ বস্তুত, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে কাশীপুর থানা এলাকা সহ ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্ফোরণ, গুলি চালনা ও প্রাণহানির মতো ঘটেই চলেছে।