নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল আলু চাষীরা কোচবিহারের মাথাভাঙা দুই নম্বর ব্লকের সতীশেরহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে আলু ছড়িয়ে দিয়ে পথ অবরোধ করেন। এরপর কোচবিহার শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান। আলু চাষীদের দাবী, ‘‘ভিন্ রাজ্যে আলু পাঠাতে অনুমতি দিতে হবে।’’ ভিন্ রাজ্যে আলু না পাঠালে, লোকসানে পড়তে হবে। আর ব্যবসায়ীরা আলু কিনতে চাইছেন না। ফলে হিমঘর থেকে আলু বের করতে পারছেন না।’’
আলু চাষীদের অনেকে জানান, ‘‘ভিন্ রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকায় প্রতিদিনই আলুর দাম কমছে। তাতে হিমঘরের ভাড়া মিটিয়ে আমাদের লোকসানে পড়তে হবে।’’ আবার কেউ কেউ বলেন, ‘‘আমাদের রাজ্যে আলুর চাহিদা মিটিয়ে বাইরের রাজ্যে আলু পাঠানো হয়। যে ছোটো আলু বাংলায় বিক্রি হয় না, ওই আলু বাইরে যায়। ভিন্ রাজ্যে বাংলার আলুর একটা বাজার রয়েছে। সেই বাজার হারানোর আশঙ্কা তৈরী হয়েছে। কৃষকদের থেকে আলু কিনে যে ব্যবসায়ীরা ভিন্ রাজ্যে পাঠান, তারাও ক্ষতির মুখে পড়ছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ক্রেতাদের দাবী, ‘‘এখনো খুচরো বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে ৩৫ টাকা।’’ এদিকে ব্যস্ত সময়ে পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। তবে দেড় ঘণ্টা পরে মহকুমাশাসক (মাথাভাঙা) ও পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। জেলার অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত জানান, ‘‘রাজ্যের বিভিন্ন জায়গায় আলুর দাম বেড়েছে। সেজন্য রাজ্য স্তরেই আলু ভিন্ রাজ্যে না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আলু চাষীদের দাবী উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here