Indian Prime Time
True News only ....

অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো কৃষকরা

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ অসময়ের বৃষ্টিতে ধান-বাদাম-তিল ও সবজি চাষের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। সবে ধান ধরতে শুরু করেছিল আর ওই সময়ই এই ঝড় ও শিলাবৃষ্টি চাষকে সম্পূর্ণ রূপে শেষ করে দিয়েছে বলে কৃষকরা দাবী করেছেন।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা এলাকার সাউটিয়া, জেনকাপুর, চকইসমাইলপুর সহ দাঁতন এক নম্বর, দাঁতন দু’নম্বর ও মোহনপুর সহ এই তিনটি ব্লকে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার সারাদিন এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানান, “এই সমস্ত এলাকায় চাষীরা একশো শতাংশ ক্ষতিগ্রস্ত।।” এরপর নিজে কৃষি আধিকারিকের সাথে ঘটনাস্থল থেকে দাঁড়িয়েই ফোনে যোগাযোগ করেন। আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পাশাপাশি সরকারী তরফে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন বিক্রমচন্দ্র প্রধান জানিয়েছেন, “যে সকল কৃষকরা কৃষি ঋণ নিয়েছেন তাদের যাতে ঋণ মকুব করা হয় সেই আবেদন করা হয়েছে।” এক কৃষক বলেন, “বৃষ্টি সব কেড়ে নিয়েছে। জমির ফসল কিছুই নেই। অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। গরীব লোক কি করে চলবে? সরকারের কাছে আবেদন করছি, যাতে শস্য বিমা পাই।”

Get real time updates directly on you device, subscribe now.