নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সিবিআই অফিসার সেজে চাকরী দেওয়ার নাম করে নদীয়ার পলাশিপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার ধুবুলিয়া এলাকার অনির্বাণ বৈরাগ্য নামে এক যুবক। স্থানীয় বাসিন্দা বিপ্লব প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে অনির্বানকে গ্রেফতার করা হয়।
অভিযোগ ওঠে যে, অনির্বাণ সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিপ্লবকে চাকরী দেওয়ার নাম করে অগ্রিম কুড়ি হাজার টাকা হাতিয়ে নেন। বিপ্লবকে আরো বেশ কয়েক জন চাকরীপ্রার্থীকে জোগাড় করে দিতে বলেন। অনির্বাণের প্রতিশ্রুতিতে বিপ্লব নদীয়ার পাথরঘাটার বাসিন্দা বীথিকা প্রামাণিক ও বর্ধমানের এক জন চাকরীপ্রার্থীর সাথে কথা বলেন।
Sponsored Ads
Display Your Ads Here
অনির্বাণ ওই চাকরীপ্রার্থীদের কাছ থেকেও পাঁচ হাজার টাকা করেও নেন। এক মাসের মধ্যে রেলে চাকরীর নিয়োগপত্র হাতে তুলে দেবেন বলেও আশ্বাস দেন। এর পর কয়েক মাস পেরিয়ে গেলেও চাকরীপ্রার্থীরা নিয়োগপত্র হাতে না পাওয়ায় টাকা ফেরত পেতে তার সাথে যোগাযোগ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু পুলিশের উচ্চস্তরের কর্তাদের সাথে ঘনিষ্ঠতার কথা বলে হুমকি দিতে থাকেন। অবশেষে ওই চাকরীপ্রার্থীরা অগ্রিম দেওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য পলাশিপাড়া থানার দ্বারস্থ হন। পরে বিপ্লবের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অনির্বাণকে গ্রেফতার করেন। অনির্বাণকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃষানু মিত্র জানান, ‘‘অনির্বাণকে হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করে দেখবে যে এই প্রক্রিয়ার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না। আর কারোর সাথে অভিযুক্ত প্রতারণা করেছে কি না সে বিষয়েও তদন্ত করে দেখা হবে।’’