Indian Prime Time
True News only ....

পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিলুপ্ত প্রজাতির তক্ষক

- Sponsored -

- Sponsored -

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুর থানার তৎপরতায় বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শান্তিপুর ব্লকের ফুলিয়া মালিপোতা এলাকার বাসিন্দা রনা বিশ্বাসের বাড়িতে হঠাৎই ওই বিলুপ্ত প্রজাতির তক্ষকটি ঢুকে পড়ে। পরিবারের লোকজন লক্ষ্য করলে তৎক্ষণাৎ রনা বিশ্বাস শান্তিপুর থানায় ফোন করে। এরপর সাথে সাথেই শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস ঘটনাস্থলে পৌঁছায়।

তক্ষকটি বাড়িতে ঢুকে গেল কিভাবে এই নিয়ে পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবার সমস্ত ঘটনা খুলে বলার পর তক্ষকটিকে সেখান থেকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। গতকাল শান্তিপুর থানার পুলিশ বনদপ্তরকে ফোন করে জানালে সেই মতোই বনদপ্তরের কর্মী ও শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা শান্তিপুর থানায় এসে পৌঁছায়। বেশ খানিকটা সময় আইনানুগ লিখিত-পড়িত করে ওই বিলুপ্ত প্রজাতির তক্ষকটিকে বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এ বিষয়ে ওসি সুমন দাস জানান, “এটি সম্ভবত বিলুপ্ত প্রায় প্রজাতির এক নম্বর তালিকাভুক্ত প্রাণী। এর নাম তক্ষক হলেও গেকো বলে পরিচিত”।

স্বভাবতই শান্তিপুর থানার ভূমিকায় বনদপ্তর আধিকারিকরা যথেষ্ট সাধুবাদ জানিয়েছে। কিন্তু বনদপ্তর এর কাছ থেকে জানা যায় যে, এই ধরনের বিলুপ্ত প্রজাতির তক্ষক পাহাড়ি অঞ্চল ছাড়া সমতল অঞ্চলে খুব একটা দেখা যায় না।

আর কখনো যদি এলাকায় এই ধরনের প্রাণীর সন্ধান পাওয়া যায় তাহলে প্রশাসনের সঙ্গে অথবা বনদপ্তরের সাথে যোগাযোগ করার আবেদন জানায় শান্তিপুর থানার পুলিশ।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored