চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা পরিস্থিতির কথা ভেবেই আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ১৬ ই জুন থেকে ১ লা জুলাই অবধি লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করলেন। তবে কিছু কিছু বিধিনিষেধের ওপর ছাড় ঘোষণা করলেন।
সবরকম জরুরী পরিষেবা পুরোপুরি খোলা থাকবে।
ভোর ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রাতঃভ্রমণ করা যাবে।
ভ্যাক্সিন নেওয়া থাকলে পথচারীরা বাইরে বের হতে পারবেন।
সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা অবধি শপিং মল খোলা থাকবে। কিন্তু শপিং মলে ৩০% এর বেশী মানুষ ঢুকতে পারবেন না।
কেবলমাত্র ৫০ জনকে নিয়েই শ্যুটিং করা যাবে। তাদের সকলকেই ভ্যাক্সিন নিতে হবে। মাস্ক পড়তে হবে। স্যানিটাইজারের ব্যবহার করতে হবে।
সরকারী-বেসরকারী অফিস ২৫% কর্মচারী নিয়ে সকাল ১০ টা থেকে ৪ টে পর্যন্ত খোলা রাখা হবে। পরিবহণের ব্যবস্থা কোম্পানীগুলিকেই করতে হবে।
সকাল ৭ টা থেকে বেলা ১১ টা অবধি বাজার খোলা থাকবে। বেলা ১২ টা থেকে ৬ টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে। আর বেলা ১২ টা থেকে ৮ টা অবধি হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে।
এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে দপ্তর শিক্ষার্থীদের ভবিষ্যত্ ও তাদের সুবিধার কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়া তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
৫০ জনকে নিয়ে বিয়েবাড়ি এবং ২০ জন নিয়ে সত্কারের কাজ করতে হবে। তাছাড়া গণপরিবহন সহ অন্যান্য সমস্ত রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর পাশাপাশি এখনই রাজ্যে যে লোকাল ট্রেন চালু করা হবে না তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দেন।