নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার বীরনগর পুরসভা এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে বহিষ্কৃত এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ওই ছাত্রী পেশায় গৃহশিক্ষক ওই তৃণমূল নেতার কাছে টিউশন পড়তে যেত। কিন্তু গত বুধবার তাকে পড়ানোর সময় একলা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আর এরপরই শুক্রবার বীরনগর শহর তৃণমূলের ST, OBC সেলের সভাপতিকে দল বহিষ্কার করে। তারপর গতকাল ওই ছাত্রী সহ তার পরিবার তৃণমূলের নেতার বিরুদ্ধে তাহেরপুর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতেরবেলাই অভিযুক্তকে গ্রেফতার করেন। আর আজ রানাঘাট আদালতে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code