নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার বৈষ্ণবনগরের বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়।
আবারও বৈষ্ণবনগর থানার অন্তর্গত বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃত শিশুর আত্মীয়-পরিজনরা নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
রোগীর আত্মীয়দের অভিযোগ যে, গোলাবাড়ি ভাগজান এলাকার শ্যামলী সাহাকে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল রাত ২ টো নাগাদ এক পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বারবার নার্সদের বলা সত্ত্বেও নার্স এবং চিকিৎসকরা আসেনি। আর ভোররাতে শিশুটির মৃত্যু হয়।
রোগীর আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে বৈষ্ণবনগর স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here