রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য তাহেরপুরে
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ এক যুবকের গায়ে একাধিক কোপ ও রক্তাক্ত মৃতদেহ ঘিরে নদীয়ার তাহেরপুর থানার গাংনী এলাকায় চাঞ্চল্য ছড়ালো।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, শমিত ভট্টাচার্য নামে ৩৬ বছরের এক যুবকের ঘরের ভেতরে বিছানায় গায়ে একাধিক কোপানোর ক্ষত রয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়।
খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। কি কারণে খুন হলো? কে বা কারা এই খুনের পেছনে জড়িত তার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।