নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ চাকরী না পেলে ফের জঙ্গি আন্দোলনে যাওয়ার হুমকি দিলেন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। এবার স্থায়ী চাকরীর দাবী তুলে আবারও কে এল ও লিঙ্কমান মহিলা (নারী) মঞ্চ সমন্বয় কমিটি আন্দোলনে নামলেন।
গতকাল আন্দোলনকারীরা জলপাইগুড়ি শহরের পি ডাব্লু ডি মোড় থেকে মিছিল করে জেলা পুলিশ সুপারের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ সুপার অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
আন্দোলনকারীদের দাবী, “দীর্ঘদিন থেকে আন্দোলন চলছে৷ এরপরেও এখনো প্রাক্তন কে এল ও লিঙ্ক ম্যানদের স্থায়ী কর্মসংস্থান হয়নি। প্রায় আড়াইশো জনের চাকরী হলেও এখন ৪৪২ জনের চাকরী হয়নি। প্রশাসনকে বার বার জানিয়েও কোনো সুরহা হয়নি”।
Sponsored Ads
Display Your Ads Here
এই কারণে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবীপত্র জেলা পুলিশ সুপারের কাছে তুলে দিলেন। দ্রুত দাবী পূরণ না হলে পুনরায় অস্ত্র তুলে জঙ্গি শিবিরে যোগযানের হুমকি দিয়ে আন্দোলনকারী প্রাক্তন কে এল ও জ্যোৎস্না রায় বলেন, “প্রাক্তন কে এল ও লিঙ্ক ম্যান হিসেবে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলায় চলছে। দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলন করা হবে”।
Sponsored Ads
Display Your Ads Here