চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা সহ জেলায় জেলায় করোনার ভ্যাক্সিন নিয়ে হয়রানি বেড়েই চলছে। আজ সকালে কলকাতার মানিকতলার ইএসআই হাসপাতালে ভ্যাকসিনেশনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরী হয়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, বেশ কয়েকজন মানুষ ভ্যাক্সিন নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন। কিন্তু তাদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, “তারা লাইন দিয়ে অপেক্ষা করলেও ভ্যাক্সিনের টিকিট দেওয়ার সময় স্থানীয় কিছু যুবক সেখানে গিয়ে ঝামেলা করছে। তাই টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়”।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে আবার স্থানীয় যুবকরা লাইনে অপেক্ষারতদের দিকে অভিযোগ তুলেছে। গ্রহীতারা দুটি আলাদা লাইন করেন বলে সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে বচসা ও এরপর হাতাহাতি শুরু হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
বিশাল পুলিশ বাহিনী ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সাথেও বচসা শুরু হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here