অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ কলকাতার চিড়িয়ামোড় এলাকায় উদ্ধার এক যুবকের নলি কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম মিহির হাঁসদা। বয়স ৫১ বছর।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, এলাকার বাসিন্দারা এলাকার ২/৮ নম্বর বাড়িতে উপুড় হয়ে একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি সিঁথি থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। সিঁথি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নলি কাটা দেহটি উদ্ধার করে। সিঁথি থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
পুলিশ সূট্রে জানা গিয়েছে, পুলিশের প্রাথমিক ভাবে অনুমান যে মিহিরবাবুকে খুন করা হয়েছে। এর সাথে সাথে তদন্তকারীরা ঘরের ছাদে একটি নাইলনের দড়িও ঝুলতে দেখেন যা ঘিরেও তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যদিও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর সেই ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করা হবে।