নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাট বৈদ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হলো স্বামী-স্ত্রী সহ তাদের মূক ও বধির মেয়ের মৃতদেহ। একই পরিবারের তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা হলো- ৩৪ বছর বয়সী নইম শেখ, ২৯ বছর বয়সী স্ত্রী কামরুন বিবি এবং ১৪ বছর বয়সী কন্যা পিঙ্কি।
স্থানীয় সূত্রে জানা যায়, নইম পেশায় গাড়িচালক। পেশাগত কারণে প্রায়ই বাইরে থাকতেন। কিন্তু বেশ কিছু দিন যাবৎ নইম বাড়িতে এসেছিলেন। তবে এদিন সকাল ১০ টা বেজে গেলেও পরিবারে কেউ দরজা না খোলায় আত্মীয়-স্বজনরা ডাকাডাকি করতে থাকেন।
কিন্তু এরপরেও দরজা না খোলায় শেষ অবধি দরজা ভেঙে ভিতরে ঢুকতেই নইমের ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। এদিকে পিঙ্কির দেহ বিছানায় পড়েছিল। অন্যদিকে কামরুনের দেহ মেঝেতে গলায় গামছা জড়ানো অবস্থায় ছিল।
কাটোয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নইম শেখ স্ত্রী ও মেয়েকে খুন করে নিজেই আত্মঘাতী হয়েছেন। যদিও এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্তের পাশাপাশি প্রতিবেশী এবং আত্মীয়-পরিজনদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।