নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের ঘাগড়া ও বালাটারি গ্রামের যোগাযোগের একমাত্র পথ বাঁশের সেতু। প্রতিদিনই কয়েক হাজার মানুষ এই সেতু দিয়েই ডিমা নদী পারাপার করে। কিন্তু ভগ্ন সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, “সেতুর এই বেহাল অবস্থার জেরে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ভোট আসে, ভোট যায় কিন্তু স্থায়ী সেতু তৈরী হয়নি। দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের তরফ থেকে পাকা স্থায়ী সেতু তৈরী করার দাবী জানিয়েও কোনো লাভ হয়নি”।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে বিজেপির বিধায়ক সকলেই এই সেতু পরিদর্শন করেছেন। তবে এখনো পর্যন্ত পাকা সেতু তৈরী করা হয়নি। বর্ষার মরশুমে রাতেরবেলা এই ভগ্ন সেতু দিয়ে পারাপার করা অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। জেলা পরিষদ থেকে শুরু করে নির্বাচিত বিধায়কদের এই বিষয়ে জানিয়েও কোনোরকম লাভ হয়নি। এরফলে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।