নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিব চতুর্থীর শেষ লগ্নে শিলিগুড়িতে শঙ্কর ও কৈলাশের মিলন হলো। ৩০ বছর ধরে চলা বাম নীতিকে বিদায় জানিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করল শিলিগুড়ি জেলা বামফ্রন্টের দাপুটে নেতা শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ের হাত থেকে দলীয় বিজেপির পতাকা হাতে তুলে নিলেন শঙ্কর। যোগদান করে শঙ্কর বলেন, “পদ নয় নিজেকে মানুষের কাজে বিলিয়ে দিতেই তার এই যোগদান। ৩০ বছর ধরে বিদায়ী দলের হয়ে মানুষের জন্য যে ভাবে কাজ করে এসেছেন, আগামী দিনে সেই ভাবে কাজ করবেন তিনি”।
কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন যে, “শঙ্কর গরীবদের জন্য কাজ করতে চায়। যোগদানের আগে বলেছিলেন যদি বিজেপি সূযোগ দেয় তবে কাজ করে দেখাব। দেশের প্রধানমন্ত্রী গরীবদের জন্য অনেক প্রকল্প গ্রহণ করেছেন আর আমার মনে হয় শঙ্কর সেই প্রকল্প গুলির বাস্তব রূপ দেবে”।
কিন্তু এই প্রসঙ্গে বামফ্রন্ট প্রার্থী অশোক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন “এই সব বিষয়ে যত কম বলা যায় তত মঙ্গল। আমাদের দল তাকে বহিষ্কৃত করেছে তাই তার বিষয়ে কোনো কথা বলতে চাই না”।