ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ কি এক জন সাফাইকর্মীর বেতন দেখে মাথা ঘুরে যাচ্ছে? কিন্তু অস্ট্রেলিয়ায় বছরে সাফাইকর্মীদের বেতন এক কোটি টাকা। তবে তাতেও সংস্থার সাফাইকর্মীর পদ পূরণ হচ্ছে না। এই দেশে সাফাইকর্মীর চাহিদা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু চাহিদার তুলনায় সাফাইকর্মীর সংখ্যা খুবই কম।
তাই সাফাইকর্মী হিসেবে যাতে কেউ কাজ করেন সেই কারণে এখানকার অনেক সংস্থা এই পদের জন্য ঘণ্টা পিছু বেতন বাড়াতে শুরু করেছে। এখানে সাফাইকর্মীদের প্রতি মাসে ৮ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। তবে অবাক করা মতো ঘটনা এই যে, বিপুল পরিমাণ বেতন দেওয়া সত্ত্বেও সাফাইকর্মীর কাজ কেউ করতে চাইছেন না।
সাফাইকাজের সাথে জড়িত সিডনির একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানান, “সাফাইকর্মী না পাওয়ায় কর্মীদের বেতন বাড়ানো হচ্ছে। বর্তমানে সাফাইকর্মীদের বেতন বাড়িয়ে ঘণ্টাপিছু ৪৫ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬০০ টাকা দেওয়া হচ্ছে। যা আগে ঘণ্টাপিছু প্রায় ৩৫ ডলার অর্থাৎ ২৭০০ টাকা দেওয়া হত।”
যদিও আবার ঘণ্টাপিছু কোনো কোনো সংস্থা ৬০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৭০০ টাকা দেওয়ার প্রস্তাবও দিচ্ছে। তবুও এরপরও কোনোরকন লাভ হচ্ছে না। কিন্তু এমন ঘটনা কেন তা নিয়েও রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।