শত অত্যাচারের পরেও জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন একাকী বৃদ্ধা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ সমাজ বিরোধীদের অত্যাচারে নয়ানজুলির ধারে একটি গোডাউনের বারান্দায় রাত কাটানো দায় হয়ে পড়েছে অসহায় এক ষাটোর্ধ্ব বৃদ্ধার। নিজের ছেলে ফেলে যাওয়ায় বাধ্য হয়ে ওই বারান্দায় কোনোমতে রাতের আশ্রয় জোগাড় করে নিয়েছেন ওই ভিক্ষাজীবী বিধবা বৃদ্ধা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতে মদ্যপ সমাজবিরোধীদের অত্যাচারে বৃদ্ধার সেখানেও রাত কাটানো অসম্ভব হয়ে উঠেছে।
বৃদ্ধার অভিযোগ, প্রায় দিনই সমাজবিরোধীরা মদ খেয়ে তার বিছানায় উঠে এসে তাকে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে। নিজেকে রক্ষা করার মতো শক্তি না থাকলেও অনবরত চিৎকার ও খিস্তি খেউর করে আশেপাশের মানুষকে জাগিয়ে রাখেন। এরপরই মদ্যপ ব্যক্তিরা কেটে পড়েন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তপন সড়কের গোবিন্দপুর মোড়ে ওই গোডাউনের বারান্দায় এভাবেই জীবনের সঙ্গে লড়ে চলেছেন বৃদ্ধা অপর্ণা মহন্ত।