নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ গতকাল রাতেরবেলা মোটরবাইকের ধাক্কা নিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন দিল্লির এক যুবক। আর বচসা এড়াতে বাইক ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই যুবকের দাদা বাইকটি ফেরত নিতে গেলে এক দল দুষ্কৃতীদের হাতে খুন হন। নিহত যুবক ২৫ বছর বয়সী সাহিল মালিক।
পশ্চিম দিল্লির নাঙ্গলোই এলাকায় এই হামলার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা গিয়েছে, সাহিলের ভাই বিশাল মালিক জিম থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিল। আর তখনই নাঙ্গলোই এলাকার রাস্তায় এক জনকে ধাক্কা মারতেই বিশালের সাথে এলাকার লোকেদের বচসা শুরু হয়। তাতে আট থেকে দশ জন যোগ দেন।
আর তার উপর সকলে মিলে ঝাঁপিয়ে পড়লে বিশাল কোনোরকমে বাইক রেখেই পালিয়ে যায়। বিশালের কাকা খলিল মালিকের দাবী, ‘‘বিশাল এই বচসার পর নাঙ্গলোই থানায় গিয়ে সাহায্য চাইলেও কোনো পুলিশকর্মীই সাহায্য করেননি। পরে দাদাকে ফোন করে ওই বাইকটি নিয়ে আসতে বললে সাহিল এসে দুষ্কৃতীদের ছুরির কোপে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’’
দিল্লি পুলিশের কাছে অভিযোগের পর পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে তিন জন অভিযুক্তকে আটক করা হয়েছে। আর বাকিদের সন্ধান চালানো হচ্ছে।’’