নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রবল দূষণের জেরে আবারও চার দিনের মাথায় বন্ধ দিল্লির স্কুল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, একদিনের মধ্যে দিল্লি ও তার প্রতিবেশী রাজ্যগুলিকে কারখানা এবং গাড়ি দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ দূষণ সংক্রান্ত এক মামলার শুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘‘আমার মনে হয় দূষণ নিয়ন্ত্রণে সরকার কিছুই করেনি শুধুই সময় নষ্ট করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
তিন থেকে চার বছরের শিশুরা স্কুলে যাচ্ছে আর বড়োরা বাড়িতে বসে কাজ করছেন। এবার আমরা আপনাদের সরকার চালানোর জন্য কাউকে নিয়োগ করব’’। এর পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশে সমস্ত ধরনের নির্মাণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘আমরা বাতাসে দূষণ কমার পূর্বাভাস পেয়ে স্কুল চালু করেছিলাম। কিন্তু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি পুনরায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে’’।
Sponsored Ads
Display Your Ads Here