মিনাক্ষী দাসঃ কলকাতাঃ করোনা আবহের জেরে গত মার্চ মাস থেকে রাজ্যের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল৷ বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু হলেও এই রাজ্যে এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলি শুরু হয়নি। তবে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকারের কাছে বিদ্যালয় খোলার প্রস্তাব দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিদ্যালয় খোলার ছাড়পত্র পেলেই আবার ক্লাসরুমে পঠনপাঠন শুরু হবে।
প্যানডেমিক পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক শিক্ষার্থীরা আড়াই মাস ক্লাস করার সুযোগ পেলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সেই সুযোগও পায়নি৷ যার ফলে কায় বোর্ড পরীক্ষার্থীরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হয়েছে।
শিক্ষার্থীদের এই সমস্যার কথা চিন্তা করেই স্কুল শিক্ষা দপ্তর ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার পরিকল্পনা করছেন। আর প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়,বিশ্ববিদ্যালয় সূত্রের খবর অনুযায়ী জানা যায়, আগামী ১ লা ফেব্রুয়ারী থেকে স্নাতকোত্তর এবং গবেষক শিক্ষার্থীদের জন্য কেবলমাত্র প্র্যাক্টিকাল ক্লাস চালু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রায় সাড়ে তিন মাসের প্র্যাক্টিকালের সিলেবাস মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যে এক-একটি ব্যাচের মাধ্যমে সম্পূর্ণ করা হবে।
তবে করোনা পরিস্থিতির জেরে এখনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস খোলা হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো বড়ো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না।