নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সব ধরনের রান্নার তেলের দাম ঊর্ধ্বমুখী। পরিস্থিতি পাল্টাতে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্র। কেন্দ্রের তরফে পাম তেল, .সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়লের দাম কমানোর জন্য এবার বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। প্রতিটি তেলের ক্ষেত্রেই আমদানি শুল্কে বড় ছাড় দিচ্ছে কেন্দ্র এর ফলে রেকর্ড পতন হতে চলেছে তেলের দামের। পুজোর আগেই স্বস্তি পাবেন মধ্যবিত্ত।
এতদিন পর্যন্ত পাম তেলের আমদানি শুল্ক ছিল ১০ শতাংশ। তা কমিয়ে ২.৫ শতাংশ করা হচ্ছে। পাশাপাশি ক্রুড সানফ্লাওয়ার অয়েলের ক্ষেত্রেও আমদানি শুল্ক সাড়ে ৭ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে।
রিফাইনড সানফ্লাওয়ার অয়েল ও পাম তেলের ক্ষেত্রে আমদানি শুল্ক ৩৭.৫ শতাংশ থেকে ৩২.২ শতাংশ করা হয়েছে।
এই শুল্ক ছাড়ের পর বাইরে থেকে তেল আনাতে সব মিলিয়ে কর দিতে হবে ২৪.৭৫ শতাংশ। এর মধ্যে আমদানি শুল্কও অন্তর্ভুক্ত। সব মিলিয়ে কর দিতে শতাংশ ফলে আগামী দিনে তেলের দাম হুহু করে কমবে তা তো বলাই বাহুল্য।
ভারতবর্ষে মোট রান্নার তেলের দুই-তৃতীয়াংশ আসে বাইরে থেকে। গত কয়েকমাস ধরেই এই তেলের দামের ঊর্ধ্বগতি কিছুতেই রোধ করা যাচ্ছিল না। আপাতত মনে করা হচ্ছে এই বিপুল ট্যাক্স ছাড়ের ফলেই পুজোর মরসুমে রান্নার তেলের দাম অনেকটাই কমে যাবে।