চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে। আজ অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে।
ইডির দাবী, ‘‘তিনি অ্যারেস্ট মেমোতে সই করেননি।’’ তাই ইডি আসানসোলের আদালতে না দিয়ে সোজা দিল্লিতে রওনা হয়েছেন। রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে আসা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন সকালবেলা ১১ টার মধ্যে ইডি দিল্লির আদালতে পৌঁছে রিপোর্ট জমা দেবেন। অনুব্রত মণ্ডলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে দিল্লি আদালতের বিচারকের কাছে রাজধানীতে নিয়ে যাওয়ার আবেদন করা হবে। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌঁছে দেন সেই আবেদনও করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
অর্থাৎ অনুব্রত মণ্ডলকে দিল্লির আদালতে হাজির করানোর ওয়ারেন্ট (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করার আবেদন করা হবে। এক্ষেত্রে আইন বিশেষজ্ঞরা মনে করেন, তাঁর নামে দিল্লির আদালত প্রোডাকশন ওয়ারেন্ট জারি করতে পারে আবার আসানসোলের আদালতে শুনানির নির্দেশও দিতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here