অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিংয়ে জরুরী বিভাগের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা ঘটনাস্থলে দমকলের ন’টি ইঞ্জিন নিয়ে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সিটি স্ক্যান বিল্ডিংয়ের কাচ ভেঙে জল দিয়ে আগুন নেভানোর কাজ করেন।
হাসপাতাল সূত্রে খবর, যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কোনো রোগী ছিলেন না। কিন্তু হাসপাতালের কয়েক জন কর্মী থাকলেও তাদের সেখান থেকে বের করে আনা হয়েছিল। আর সিটি স্ক্যানের মেশিন প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে।
দমকল কর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কোথা থেকে আগুন লেগেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। অন্তত দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম ও মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদী এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।