চয়ন রায়ঃ কলকাতাঃ অর্পিতা মুখোপাধ্যায়ের বন্ধ আবাসনে প্রবেশ করার জন্য চাবিওয়ালাকে ডেকে এনেও কাজ না হওয়ায় শেষমেশ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে তালা ভেঙে প্রবেশ করেছে।
ইডির ধারণা, বন্ধ আবাসনের ভিতরে গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তাই আবাসনে প্রবেশ করার পরই ইডির আরো একটি দল সেখানে চলে আসে। তাদের হাতে একটি প্রিন্টারও দেখা যায়। কেন্দ্রীয় বাহিনী গোটা আবাসন চত্বর ঘিরে রাখে। সূত্রের ভিত্তিতে জানা যায়, এই আবাসন থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অর্পিতা গ্রেফতার হওয়ার ৭২ ঘণ্টা আগেও এই ফ্ল্যাটে এসেছিলেন। একই আবাসনে আরো একটি ফ্ল্যাট রয়েছে যেখানে অতিথিশালা করার পরিকল্পনা ছিল বলে জানতে পারা গেছে। ইডি তার আরো কয়েকটি সম্পত্তির সন্ধান পেতেই সেখানেও অভিযান চালাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইডি বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালেও ইডি আধিকারিকদের মিনতি দেবী প্রবেশ করতে বাধা দেন তবে শেষ অবধি ইডি আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করে সেখানে কোনো নথি রয়েছে কিনা তা জানতে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here