অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আগামীকাল অর্থাৎ বুধবার বেলা ১২ টায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের যে ১৪ টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল তার মধ্যে একটি মানিক ভট্টাচার্যের বাড়ি ছিল। আর ইডির অভিযান চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও উদ্ধার করা হয়েছে। সেই সূত্রেই তাঁকে তলব করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় চলতি মাসেই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মানিক ভট্টাচার্য নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর এবার টেট দুর্নীতি মামলাতেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াতে পারে বলে ইডির সিজার লিস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ২০১২ সালে টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছে। ইডি তাঁর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে এ কথা উল্লেখ করেছে। এর পাশাপাশি অ্যাডমিট কার্ড এবং বদলি সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়েছে।