মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ শাহজাহান শেখের বিরুদ্ধে আমদানি-রপ্তানী সংক্রান্ত একটি মামলায় তদন্তের সূত্রে আজ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সন্দেশখালির একাধিক জায়গায় হানা দিয়েছে। এদিন ধামাখালির কাছে একটি মাছের পাইকারী বাজার ঘিরে রেখে তল্লাশি চলে। ইডি এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও পৌঁছে গিয়েছেন। বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া ইমারতি ব্যবসার সাথে যুক্ত এক জন ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ইডির তল্লাশি অভিযান শুরুর আগেই কেন্দ্রীয় বাহিনীর বড়ো একটি দল সন্দেশখালির মূল রাস্তা সহ নদীর পার ঘিরে ফেলে। ইডি সূত্রে খবর, সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের হয়। যার ভিত্তিতেই তদন্ত শুরু হয়।
এর আগে গত ২৩ শে ফেব্রুয়ারী এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগণা সহ মোট ছ’টি জায়গায় হানা দেয়। এমনকি শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েক জন মাছ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। মূলত মাছের ব্যবসায় দুর্নীতির কালো টাকা সাদা করার অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে, রবিবার শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ ই মার্চ অবধি সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হেফাজতে রাখার নির্দেশ দেন।