রায়া দাসঃ কলকাতাঃ গত দু’বছর থেকে করোনা সংক্রমণের কারণে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়নি। ফলে দু’বছরের ঘাটতি শিল্প সম্মেলন দিয়ে পূরণ করতে আগামীকাল থেকে বৃহস্পতিবার অবধি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) চলবে।
দু’দিন ব্যাপী নিউটাউনের কনভেনশন সেন্টারে এই বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই আজ থেকে তিন দিনের জন্য নিউটাউনের ইকোপার্ক বন্ধ রাখা হচ্ছে।
এদিন ‘ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে, ‘১৯ শে এপ্রিল থেকে ২১ শে এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য ইকোপার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার শিল্প সম্মেলন শেষ হয়ে গেলে শুক্রবার থেকে ফের সকলের জন্য ইকোপার্কের দরজা খুলে যাবে।’
প্রতি দিন ইকোপার্ক দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ আসেন। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলনের জন্য নিউটাউন এলাকায় কোনো যানজট চাইছেন না। এছাড়া আগত দেশী-বিদেশী অতিথিদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সে দিকে নজর রাখতে প্রশাসনিক কর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।