অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিনিয়োগকারীদের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের চুক্তি-সংঘাতের জেরে ইস্টবেঙ্গল ক্লাব চত্ত্বর রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছে। যা বচসা থেকে হাতাহাতির চেহারা নিলো।
এই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই সময় পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করলে পাল্টা গাড়ি ভাঙারও অভিযোগ ওঠে।
এর পাশাপাশি পুলিশ এই ঘটনার দরুণ কয়েকজনকে গ্রেপ্তারও করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইস্টবেঙ্গল ক্লাব চত্ত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।