নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার সমগ্র উত্তর ভারত জুড়ে অনুভূত হলো ভূমিকম্প। এমনকি পাকিস্তান, তাজিকিস্তান সহ আফগানিস্থানও ভূমিকম্পে কেঁপে উঠল। দেশের উত্তরে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সহ জম্মু কাশ্মীরে ভূকম্পন হয়েছে। রাজধানীতে গতকাল রাত ১০ টা ৩৪ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, দিল্লিতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ ছিল আর গভীরতা ১০ কিলোমিটার ছিল। ভূমিকম্পের উত্পত্তিস্থল রাজস্থানের আলওয়ারে। আফগানিস্তানে কম্পনের মাত্রা ৭.৫ ছিল । সেখান উত্পত্তিস্থল ফৈজাবাদ। তাজিকিস্তানে কম্পনের মাত্রা ৬.৩ ছিল। পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার-পাখতুনখোয়াতেও ভূকম্প অনুভূত হয়েছিল। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তীব্র ভূমিকম্পের আতঙ্কে দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সহ জম্মু কাশ্মীরের কম্পিত এলাকার বাসিন্দারা বাইরে বেরিয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, “ওই সময় তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপেশ চক্রবর্তী এবং ছাত্রদের সঙ্গে ডিজিটাল বার্তায় বসেছিলেন। আর তখনই পুরো ঘরটা দুলছিল”।
Sponsored Ads
Display Your Ads Hereভূমিকম্পের জেরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আতঙ্কে ঘর ছেড়ে কম্বল গায়েই বেরিয়ে পড়েছিলেন। তিনি টুইটের মাধ্যমে লিখেছেন, “২০০৫ সালের পর থেকে এই প্রথম এত বড়ো ভূমিকম্প হয়েছে। যেখানে বাড়ির বাইরে বেরোতে হয়েছিল। ফোন নিতেও ভুলে গিয়েছিলাম। অনবরত মাটি কাঁপছিল”।
ভূমিকম্পের পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইট করে জানিয়েছেন, “দিল্লিতে ভূকম্পন অনূভূত হয়েছে। সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করি”।