নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ধর্নার দ্বিতীয় দিন দিল্লির রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের একশো দিনের বকেয়া মজুরী নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তে জানান, ‘‘কেন্দ্র টাকা দিল ভালো কিন্তু আর তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না। রাজ্যে যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরী বকেয়া রয়েছে, তা নবান্নই মেটাবে।’’
এদিন ধর্নামঞ্চে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘আপনারা আমার থেকে কী চান?’’ জবাব আসে, লড়াই। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লড়াই তো হবেই। লড়াই তো চলবেই। খেলা তো হবেই। তবে আমরাই আপনাদের টাকা দেব। ২১ শে ফেব্রুয়ারী আমরাই একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব।’’
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন, ‘‘কাজ করানোর পরেও যে একুশ লক্ষ মানুষের মজুরী কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ সাড়ে সাত হাজার কোটি টাকা। সেই টাকা রাজ্য মেটাবে।’’ মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, ‘‘এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়বে। কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে। কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। সামনেই রাজ্য বাজেট রয়েছে। সেখানে এই অর্থের বরাদ্দ করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
একশো দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের মূলত দু’টি বক্তব্য। একটি কাজ করানোর পরেও মজুরী আটকে রেখেছে। আর অন্যটি গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোয় কাজ স্তব্ধ হয়ে রয়েছে। যার সরাসরি অভিঘাত গ্রামীণ অর্থনীতিতে এসে পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বকেয়ার দাবীতে এই আন্দোলন চলবে। সেই তালিকায় যেমন একশো দিনের কাজ রয়েছে, তেমনই আবাস যোজনা ও সড়ক যোজনাও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here