নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ টাইম কলের জল দূষিত হওয়ায় এখনো শিলিগুড়িতে জল নিয়ে হাহাকার অব্যাহত। পৌরনিগম বিভিন্ন ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল বিলি করছে। আবার কিছু এলাকায় কুপন দিয়ে জল পাওয়া যাচ্ছে। পাউচও বিলি করা হচ্ছে। আজ মেয়র গৌতম দেব ওয়ার্ডে ওয়ার্ডে পরিস্থিতি দেখতে যাবেন। আর এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ কর্মসূচী রয়েছে। গতকাল আবার সিপিএমের বিক্ষোভে শিলিগুড়ি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা চাহিদা মেটাতে দেড় লক্ষের বেশী পাউচ শহরে বিলি করা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে লম্বা লাইনে তা সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। জল বিষয়ক মেয়র পারিষদ দুলাল দত্ত জানান, “আমরা যখনই জেনেছি টাইম কলের জল দূষিত, তখনই তা বন্ধ করেছি। বিকল্প ব্যবস্থা করা হয়েছে। বিরোধীরা রাজনীতি করছে। আগামী ২ রা জুন থেকে ফের তিস্তার শোধিত জল আমরা সরবরাহ করতে পারব। ততটা সময় এভাবে ট্যাঙ্কারে ও পাউচে জল বিলি করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
তবে জলের পাউচে লেখা তৈরীর তারিখ এবং ব্যবহারের সর্বোচ্চ তারিখ লেখা না থাকায় এলাকাবাসীরাও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। এলাকাবাসীদের কথায়, “বুঝতে পারছি না। আপাতত বিশ্বাস করেই নিচ্ছি। পর্যাপ্ত জল নেই। ফুটিয়ে ও কিনে খেতে বাধ্য হচ্ছে। গত বুধবার জেলার মেয়র গৌতম দেব শহরবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, “জলের মান খারাপ। তাই পরবর্তী নির্দেশিকা না আসা অবধি কেউ পৌরসভা থেকে দেওয়া জল পান করবেন না।” এর জেরে গত দু-তিন দিনে শহরবাসীদের মধ্যে ব্যাপক সঙ্কট তৈরী হয়। পাশাপাশি এই পরিস্থিতিতে নিয়ে নবান্নও উদ্বিগ্ন হয়ে পড়ে। আর নবান্নের তরফে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর একটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটের একটি গাড়ি পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here