নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোলের বারাবনির বড় বাথানে একটি হলঘরে বিজেপির নির্বাচনী কর্মীসভা চলছিল। কিন্তু সেখানে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া আসতেই গোলমাল শুরু হয়ে যায়। এরপর বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই তুমুল হাতিহাতিতে জড়িয়ে পড়েন। অর্থাৎ এককথায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, এদিন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে নিয়ে প্রথমে নিজেদের মধ্যে তর্কাতর্কি চলে। তারপর হাতাহাতি শুরু হয়। একে অপরের দিকে চেয়ার-টেবিল ছোঁড়াছুড়ি শুরু করেন। এতে জিনিস-পত্র ভাঙচুরও হয়। এই ঘটনায় দলের কর্মীদের হাতেই বেশ কয়েক জন নেতা-কর্মী প্রহৃত হন। এমনকি সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। সংবাদ কর্মীদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও হয়। আর এই কাড়াকাড়িতে মোবাইলেরও ক্ষতি হয়। পরে বিজেপি নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো অবধি এই বিষয়ে বিজেপি প্রার্থীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here