নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কিলাই গ্রামে রাস্তার অবস্থা বেহাল। রাজামেলা থেকে কিলাই গ্রাম অবধি টানা ছ’কিলোমিটার রাস্তা হাঁটু সমান কাদা পেরিয়ে মেন রোডে আসতে হয়। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লেও অ্যাম্বুলেন্স আসে না ফলে অসুস্থ মানুষজনকে ডুলি করে মেন রাস্তায় নিয়ে যাওয়া হয়।
এরপর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারাবছর এই রাস্তা দিয়ে কোনোরকম যাতায়াত করা গেলেও বর্ষাকালে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গ্রামটির বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। নির্বাচনে জয়ী হওয়ার পর চন্দনা বাউরী প্রথম গ্রামের রাস্তা সারাইয়ের কাজ শুরু করেন।
স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক ও জেলা প্রশাসন সবাই এগিয়ে আসলেও তা কার্যকর হয়নি। কিন্তু বিধায়কের অভিযোগ, “তিনি বিরোধী দলের বিধায়ক বলে শাসক দলের নেতা-নেত্রীরা এলাকায় কোনো কাজ হতে দিচ্ছে না।” তবে গ্রামবাসীর দাবী, “যে দলই করুক না কেন রাস্তা চলাচলের যোগ্য করে দেওয়া হোক।”