নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ অক্টোবর মাসে জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে পুঞ্চ ও রাজৌরি সেক্টরে পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশ করা জঙ্গিদের সাথে ভারতীয় সেনার সংঘর্ষ হয়েছে। জঙ্গিদের নিকেশ করা গেলেও গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৯ জন জওয়ান।
অন্যদিকে সাধারণ মানুষও জঙ্গিদের হাতে খুন হয়েছেন। বিহার এবং উত্তরপ্রদেশের শ্রমিক সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এদের বেশীরভাগই কাশ্মীর উপত্যকায় সংখ্যালঘু সম্প্রদায়ের। এবার তাই ভারতীয় সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
কাশ্মীরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বাড়াতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ একযোগে ড্রোনের মাধ্যমে এই নজরদারি চালাবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর সফরে আসার জন্যও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
ইতিমধ্যে পুলিশ এবং সিআরপিএফ অমিত শাহর তিন দিনের সফরের আগে শ্রীনগরের প্রতাপ পার্ক এলাকায় পরীক্ষামূলক ভাবে ড্রোন উড়িয়ে নিলো।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথমবার অমিত শাহ কাশ্মীর উপত্যকায় আসছেন। সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল মাথেব এ জন বললেন, “সাম্প্রতিক কালে কাশ্মীরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কারণেই এই ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হচ্ছে”।