নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। প্রায় মাস খানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জাফিকুল।
গত জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমকলের তৃণমূল বিধায়ক। প্রথমে মুর্শিদাবাদে চিকিৎসা করা হয়, পরে কলকাতায় আনা হয় তাঁকে। পুলিশ গ্রিন করিডর করে এনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেই সময় তাঁর রক্তবমি হয়েছিল। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। জ্ঞানও হারাচ্ছিলেন। ২০২৩-এ মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় চলে এই তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা।
বিধায়কের বাড়িতে প্রায় ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তবে বিধায়ক বারবার বলেছিলেন, তিনি দুর্নীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবে জাফিকুলের রাজনৈতিক কেরিয়ার খুব বেশিদিনের নয়। প্রথমে পুরভোটে জয়ী হয়ে ডোমকলের কাউন্সিলর হন তিনি। সেই সময় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হলে পুরপ্রধান হন এই জাফিকুল। পরে বিধায়ক হন। শোনা যায়, একসময় একটি গাড়ি কিনে চালাতেন জাফিকুল। পরে ব্যবসা বাড়াতে ওড়িশায় চলে যান। এরপর থেকেই নাকি প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে তাঁর।
Sponsored Ads
Display Your Ads Here