নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ এবার উত্তরাখণ্ডে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। যা দেখে গা শিউরে উঠতে বাধ্য।
যেখানে আজ সকালে দেখা গেলো যে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ভাগীরথী নদীর ধারে কেদার ঘাটে জলের মধ্যে থেকে পচা গলা মৃতদেহ ভেসে আসছে। আর আশেপাশের পথ কুকুরেরা সেই ফুলে থাকা আধপোড়া মৃতদেহ গুলি টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। যা দেখে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereঅনুমান করা হচ্ছে যে, বর্ষার জলে নদী ভরে ওঠায় ওই মৃতদেহগুলি ভেসে এসেছে। এরপর আবার জল নেমে গেলে দেহগুলি ঘাটেই পড়ে ছিল। যার জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ঘাট পরিষ্কার করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী বললেন, “আমি ঘাটের পাশে ছবি আঁকছিলাম। আচমকা এই আধপোড়া মৃতদেহগুলো চোখে পড়তেই দেখি কুকুরগুলো গিয়ে মৃতদেহগুলো ছিঁড়ে খাচ্ছে। অবিলম্বে এই ব্যাপারে জেলা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা তো মানবতারই অপমৃত্যু”।
Sponsored Ads
Display Your Ads Here
জলে ভেসে আসা এই মৃতদেহগুলো দেখে সমগ্র এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকল এলাকাবাসীরা মনে করছেন যে, জলে ভেসে আসা এই মৃতদেহগুলো করোনা রোগীদের। আর এই করোনা আক্রান্ত মৃতদেহগুলো থেকে সমস্ত এলাকা জুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।