অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তিন দিন থেকে রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে তল্লাশি অভিযানের পর আজ দুপুরবেলা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। সূত্রের খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সাথে সম্পর্কিত বহু জরুরী তথ্য রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ শে ডিসেম্বর সিবিআই শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি সিল করে দিয়েছিল। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে সিবিআই নিয়োগ মামলার তদন্তে বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার ও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেছিলেন। তারপর গত ৪ ঠা জানুয়ারী সন্ধ্যাবেলা সিবিআইয়ের তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় গিয়ে সেখানে রাজ্যের শিক্ষাসচীব মণীশ জৈনের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিছু প্রয়োজনীয় নথিও সংগ্রহ করেছিলেন। এমনকি ওই সময়ে বিকাশ ভবনের সিল করা গুদামেও গিয়েছিলেন। এরপর প্রায় দেড় বছর পরে বুধবার থেকে সেই গুদামে আবার সিবিআই তদন্ত শুরু হয়। আর এদিন দুপুরবেলা সেখান থেকে বস্তাভর্তি নথিপত্র বের করে নিয়ে আসা হয়। সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরী তথ্য ছাড়াও সেখানে পরীক্ষার্থী এবং চাকরীপ্রাপ্তদের নামের তালিকা রয়েছে। যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন পথ খুলে দিতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here