Indian Prime Time
True News only ....

জানেন কি? মেয়াদ উত্তীর্ণ প্রসাধনীও নানা কাজে ব্যবহার করা যায়?

- sponsored -

- sponsored -

মিনাক্ষী দাসঃ লিপস্টিক হোক বা আইশ্যাডো পছন্দ হলেই কেনা চাই। তাই অনেকসময় দেখা যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু ফুরিয়ে যায়নি। কিংবা প্রায় নতুনই রয়ে গেছে। তবে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই অগত্যা দাম দিয়ে কেনা এই নামী ব্র্যান্ডের দ্রব্যগুলি খারাপ লাগলেও ফেলে দিতে হয়। তবে এবার এই প্রসাধনীগুলিকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে ফেলুন।

টোনারঃ মেয়াদ শেষ হওয়া টোনার কাচ ও ঘরের টুকিটাকি জিনিসপত্র পরিষ্কারের কাজে লাগানো যায়। যদি কোনো টোনারে অ্যালকোহল থাকে, তাহলে তা পরিষ্কারের জন্য বিশেষ ভাবে কার্যকর হবে।

আইশ্যাডোঃ চোখের মেকআপের জন্য আইশ্যাডো ব্যবহার হলেও তা এতোটাই অল্প লাগে যে মেয়াদ ফুরোলেও, জিনিস ফুরোয় না। ফলে রকমারী আইশ্যাডো একটি পাত্রে ঢেলে সেগুলি স্বচ্ছ নেল পলিশে মিশিয়ে নিলে নতুন ধরণের রং তৈরী হবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

লিপ বামঃ মেয়াদ উত্তীর্ণ লিপ বাম শীতের সময় পা পরিষ্কার করে পায়ের তলায় মাখা যেতেই পারে। আবার ব্যাগের চেন আটকে গেলে বা চাবিতে জং পড়ে গেলে লিপ বাম ঘষে দেওয়া যেতে পারে কারণ এতে থাকা পিচ্ছিল উপাদানের জন্য আটকে যাওয়া চেন আলগা হয়ে যাবে।

লিপস্টিকঃ মেয়াদ উত্তীর্ণ লিপস্টিকে তুলি অথবা ইয়ারবাড লাগিয়ে নানারকমের ছবি কিংবা নকশা ফুটিয়ে তোলা যেতে পারে। যা দেখতেও দৃষ্টি আকর্ষণ করবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored