ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকা জুড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে জানা যায়, শীঘ্রই বরফঝড়ের পূর্বাভাস রয়েছে। দেশের কিছু অংশে তাপমাত্রা -৪৫ ডিগ্রী সেলসিয়াসে নামবে। আমেরিকা-মেক্সিকো সীমান্ত, ফ্লোরিডায়ও তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ নামবে।
আবহাওয়াবিদদের মতে, “শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোনে’ পরিণত হতে পারে। ফলে তীব্র বেগে ঠান্ডা হাওয়া বইবে। বায়ুর চাপ অনেক কম থাকবে। ডেস মোয়ানস ও আইওয়া শহরে বাড়ি থেকে বার হওয়াই দুষ্কর হয়ে উঠবে। শিকাগো, ক্লিভল্যান্ড, ডেট্রয়েট, সেন্ট লুই, কানসাস সিটি, মিনিয়াপোলিস এবং ইন্ডিয়ানাপোলিসে সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর মধ্যে শিকাগো, মিনিয়াপোলিস ও উত্তর-পশ্চিম মিশিগানে তুষারঝড়ের পূর্বাভাসও রয়েছে। ঘণ্টায় ঝড়ের গতি প্রায় ৫৭ কিলোমিটার হতে পারে। খারাপ আবহাওয়ার কারণে কেন্টাকি, জর্জিয়া, নিউ ইয়র্ক,ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা এবং ওয়েস্ট ভার্জিনিয়াতে সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রশাসনের তরফ থেকে বেশ কিছু শহরে উষ্ণ হওয়ার জন্য শিবির খোলা হয়েছে। কিন্তু এখনো টেক্সাসে ভেনেজুয়েলা থেকে আসা বহু উদ্বাস্তু রাস্তায় রাত কাটাচ্ছেন। এছাড়া দৃশ্যমানতা শূন্যতে নামায় কলোরাডো-ইয়োমিং সীমান্তে সড়ক বন্ধ রাখা হয়েছিল। এর পাশাপাশি ৫ হাজার ৩০০ টি বিমান বাতিল করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereবিমানের টিকিট রিসিডিউল করানোর জন্য বেশ কিছু বিমান সংস্থা যাত্রীদের অতিরিক্ত ফি নিচ্ছে না। অন্যদিকে তাপমাত্রা অত্যন্ত কমে গেলে রক্ত চলাচল কমে যায়। উষ্ণ রক্তের অভাবে দেহের শরীর ঠান্ডা হয়ে জমে যায়। ফলে নাক, গাল, হাত-পায়ের আঙুলে ক্ষত তৈরী হয়। অনেক সময় দেহের কোনো অংশ বাদও দিতে হয়।