চয়ন রায়ঃ কলকাতাঃ ত্রিপুরার প্রসঙ্গেও কথা হওয়ার পাশাপাশি গ্রেপ্তারী নিয়েও কথা হচ্ছিল। এরই মধ্যে আচমকা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, “গণতন্ত্র মানে কি জামাকাপড় না পরেই রাস্তায় বেরোনোর অনুমতি?” হঠাত্ করে দিলীপ ঘোষের এমন মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
আজ শহিদ সম্মান যাত্রা শুরুর আগে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “এখন নিজের রাজ্য ছেড়ে তৃণমূল ত্রিপুরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সেখানে গিয়ে অশান্তি করছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
তা সত্ত্বেও লাগাতার বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না গণতন্ত্রের মানে কী ওঁদের কাছে? গণতন্ত্র মানে কি জামা-কাপড় না পরেই রাস্তায় ঘুরে বেড়ানো?” বিজেপি নেতার এই মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের সুর চড়াও হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, “গণতন্ত্রে মানুষ নিজের ইচ্ছেমতোই কাজ করতে পারেন। যদি না সেটা সামাজিকভাবে কোনো অন্যায় হয় বা অন্য কাউকে আঘাত দেওয়া হয়”।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু তবে হঠাত্ করে দিলীপ ঘোষ এমন মন্তব্য করতেই গেলেনই বা কেন তা খোদ দলের শীর্ষ নেতৃত্বরাই কোনোভাবে বুঝে উঠতে পারছেন না।