অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। এদিন বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আরজি কর মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত হবে।
জানা গেছে, রিঙ্কু বিয়ের পর থেকে দিলীপ ঘোষের বাড়িতেই থাকতেন। আর সৃঞ্জন নিউটাউনের সাপুরজি আবাসনে একাই থাকত। এদিন ওই ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে ৪৭ বছর বয়সী রিঙ্কুর বিবাহবিচ্ছেদ হয়। আর গত ১৮ ই এপ্রিল দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কুর দ্বিতীয় বিয়ের দিন সে বাড়িতে ছিল না। বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল। তবে বলেছিল, ‘‘কলকাতায় ফিরে মায়ের সাথে দেখা করবে। দু’জনকে উপহার দেবে।’’ রিঙ্কুর নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিল।
বিয়ের দিন সৃঞ্জয় এও জানায়, ‘‘১৩ বছর ধরে মা সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালন করেছেন। এবার নিজের জীবন শুরু করছেন। আমি মন থেকে খুশি।’’ পাশাপাশি দিলীপ ঘোষের সাথে একাধিক বার দেখা হয়েছে আর কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপ ঘোষকে মন থেকে মেনেও নিয়েছিল। আর এই প্রসঙ্গে বলেছিল, ‘‘একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম’ তো মানুষের মধ্যে থেকেই যায়। একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি, সেটার জন্যও আমি খুশী।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বিয়ের ক’দিনের মধ্যেই সৃঞ্জয়ের মৃত্যুতে দিলীপ ঘোষ এবং রিঙ্কুর জীবনে শোকের ছায়া নেমে এসেছে। তবে এমন ঘটনা ঘটল কেন? এটা খুন না আত্মহত্যা? নাকি রাজনৈতিক প্রতিশোধ? তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আপাতত পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। রিঙ্কু এই বিষয়ে বলেন, “বুঝতে পারছি না। কথা বলার মতো পরিস্থিতিতে নেই।”