নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ যেমন কথা-বার্তায় চাঁচাছোলা মন্তব্য তেমন কাজকর্মেও নিত্য নতুন চমক নজরে আসে। তাই এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার পর্বে ছিল নতুন চমক। আজ দিলীপ ঘোষ বিশেষ পূজার্চনা সেরে কপালে গেরুয়া তিলক লাগিয়ে ডমরু বাজিয়ে রোড শো করে মনোনয়ন পত্র দাখিল করলেন। আর মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে জানান, ‘‘বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়েছি। তাই হাতে ডমরু।’’
এদিন তিনি হুড খোলা গাড়িতে চেপে শোভাযাত্রায় অংশ নেন। পাশে বিজেপি নেতা রাহুল সিনহাও ছিলেন। আর এই শোভাযাত্রা বর্ধমান শহরের জোড়া মন্দির এলাকা থেকে জি টি রোড ধরে বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন রকমের বাজনা সহ বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য ছিল। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘বিজেপি কর্মীরা যুদ্ধের ঘোড়ার মতো। তারা দামামা বাজার অপেক্ষায় ছিল। যুদ্ধের ঢাক বেজে উঠতেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। এতদিন কোনোরকম সভা সমাবেশ করিনি। শুধু বিভিন্ন মন্দিরে ঘুরেছি। আজ এই রোড শোয়ের মধ্য দিয়ে প্রচার শুরু হলো। এরপরে তা ব্যাপক আকার নেবে।
Sponsored Ads
Display Your Ads Here
বেশ কিছু জায়গায় রোড শোর পাশাপাশি কয়েকটি বড়ো আকারের জনসভাও হবে। সেই সব জনসভায় দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতারা উপস্থিত থাকবেন।’’ এছাড়া এও বলেছেন, ‘‘আজকের এই শোভাযাত্রায় বর্ধমান শহরের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। রাস্তার দু’পাশে বাড়ির ছাদ থেকে বাসিন্দারা হাত নেড়ে আশীর্বাদ করেছেন। বর্ধমান শহরের বাসিন্দারা যে বিপুল ভোটে জয়ী করবে, আমরা এই ব্যাপারে আশাবাদী।’’
Sponsored Ads
Display Your Ads Here
গতবার বিজেপির সুরিন্দার সিং আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। আর বিজেপি দুর্গাপুর পূর্ব-পশ্চিম বিধানসভা আসনে বিপুল পরিমাণ লিড পেয়েছিল। এবার দিলীপ ঘোষকে নিজের হাতে তৈরী করা মেদিনীপুরের সংগঠন ছেড়ে এই আসনে প্রার্থী করায় প্রথমে তিনি কিছুটা অভিমানী ছিলেন। যদিও দিলীপ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘মান অভিমানের কোনো ব্যাপার নেই। আমাকে দার্জিলিং থেকে প্রার্থী করা হলেও আমি জিতব।’’
Sponsored Ads
Display Your Ads Here