এবার রাজ্যে ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী,দাবী বি.জে.পি সভাপতির।
বাপ্পা দাসঃ নদীয়াঃ বিধানসভা নির্বাচন যতো এগিয়ে আসছে রাজ্য রাজনীতি ততোই সরগরম হয়ে উঠেছে। এবার ২০২১ এর বিধানসভা নির্বাচন ২০১১-এর চেয়েও বেশি নিশ্চিন্ত ও নিরপেক্ষ ভাবে হবে বলে আশ্বস্ত করেছেন রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। ভোটের দিন সাধারণ মানুষকে তিনি নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। দিলীপবাবু বলেছেন, “রাজ্য পুলিশকে একশো মিটার দূরে রাখা হবে। ভোট নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী”।
আজ বিকেলে এক জনসভায় দিলীপবাবু অভিযোগ করেছেন যে, “পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে এক হাজার কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের এই রাজ্যে নিয়ে এসে সরকারী সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত কোনো প্রকল্পের সুযোগ রাজ্যের মানুষকে নিতে দেওয়া হচ্ছে না”।
আজকের এই সভায় অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রেখেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খান।