নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িঃ গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে পৃথক মহকুমা করার কথা ঘোষণা করেছিলেন। এতদিন তা আইনী জটে আটকে ছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে পৃথক একটি অনুষ্ঠানে মিলিত হয়ে জানান, “এবার থেকে ধূপগুড়ি পৃথক মহকুমা। আইনী জট কেটে গিয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সাথে কথা হয়েছে।”
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে প্রচারে গিয়ে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনো কারণেই তা হয়নি। গত বছরের ৫ ই সেপ্টেম্বর উপনির্বাচনের আগে ফের ধূপগুড়িবাসী ধূপগুড়িকে আলাদা মহকুমা করার দাবী তোলেন।
Sponsored Ads
Display Your Ads Here
৩ রা সেপ্টেম্বর শেষ দিনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমি কথা দিয়ে গেলাম। তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম।’’ আর ওই উপনির্বাচনে তৃণমূল বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল। ফলস্বরূপ কথা অনুযায়ী এবার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here