ডিজেলে কেরোসিন মেশানোর অভিযোগে ধুন্ধুমার পেট্রোল পাম্পে
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ এবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মহিপাল পেট্রোল পাম্পে ডিজেলের সঙ্গে কেরোসিন তেল মেশানোর অভিযোগ উঠলো। এই ঘটনাকে ঘিরে করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এদিন এই ঘটনাকে কেন্দ্র করে অটো চালক ও বাইক চালকরা কুশমন্ডি, মহিপাল এবং বংশিহারি রাজ্য সড়কে মহিপাল HP পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান। এমনকি এর জেরে সিসিটিভি সহ পেট্রোল মেশিনও ভাঙচুর করা হয়।
এর পাশাপাশি একজন সিভিক ভলেন্টিয়ার ছবি তুলতে গেলে উত্তেজিত জনতা ওই সিভিক ভলেন্টিয়ারকে মারধরও করেন। এরপর কুশমন্ডি থানার পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কুশমন্ডি থানার আইসি তপন পাল গোটা বিষয়টির তদন্ত শুরু করেছেন।