চয়ন রায়ঃ কলকাতাঃ একই সপ্তাহে বড়বাজার ও চিনার পার্কের পর এবার সল্টলেকের সেক্টর ফাইভে টেকনোপলিসের কাছে কারখানায় ভয়াবহ আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তথ্য-প্রযুক্তি তালুকের বিস্তৃর্ণ এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
জানা যায়, যে জায়গায় আগুন লেগেছে সেটি একটি হলোগ্রাম তৈরীর সংস্থার কারখানা। অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। দমকল সূত্রে খবর, মজুত ছিল প্রচুর পরিমাণে কেমিক্যাল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় গোটা কারখানা। বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা যায়। এদিকে পাশেই আয়ুর্বেদিক হাসপাতাল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি দমকলের।
জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। ইতিমধ্যেই বিধান নগরের সিপি ডিসি-র সঙ্গে কথা বলছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি নিজেও ঘটনাস্থলে যান। সরিজমিনে গোটা এলাকা ঘুরে দেখেন। তবে কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। দমকল মন্ত্রী বলছেন, “দমকল কাজ করছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ভিতরে অনেক কেমিকেল আছে। তাই আগুন নিভতে একটু সময় লাগবে। কবে আগুন আর বাড়বে না।”