মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত বাদুড়িয়া এলাকায় সরকারী কাজে জালিয়াতি করে টাকা নেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

- Sponsored -
পুলিশ সূত্রে জানানো হয়েছে বাদুড়িয়ায় বিএলআরও অফিসে সরকারী জমির দলিল লেখা সহ জমি সংক্রান্ত কাজের টাকা জমা করা হত অনলাইনের মাধ্যমে। আর সেই সরকারী খাতে টাকা জমা নেওয়া হত বিএলআরও অফিসের পাশের একটি দোকানে। সেই দোকানের মালিক হাবিব মোল্লা সরকারী খাতে কম টাকা জমা করে অনলাইনে বেশি টাকার নকল রসিদ বানিয়ে দেখাত। আর তার এই কার্যকলাপ নজরে আসে বাদুডিয়া বিএলআরও সুদীপ্ত বন্দোপাধ্যায়ের। আর তারপরই তিনি বাদুড়িয়া থানায় ঘটনাটি জানান ও দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল শাহের অধীনে থাকা পুলিশ কর্মীরা ওই দোকানে হানা দিয়ে দোকানের মালিক ও তার কর্মচারীকে আটক করে। পাশাপাশি তারা ওই দোকান থেকে কম্পিউটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা বা এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।